Satsang Bangladesh

দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা, কভু কিরে চেতন রয়। ”

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

তোমার মন যত নির্মল হবে, তোমার চোখ ততই নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে।”

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
নোটিস

অফলাইন (পুরাতন/ ম্যানুয়ালি) রেজিস্ট্রেশন সংক্রান্ত।

প্রকাশকাল: ১৯/০৯/২০২৪
অফলাইন (পুরাতন/ ম্যানুয়ালি) যাদের রেজিস্ট্রেশন করা ছিল তাদের সকল রেজিস্ট্রেশন www.satsang.org.bd তে ট্রান্সফার করা হয়েছে এবং তাদের মোবাইলে এসএমএস এর মাধ্যামে পাসওয়ার্ড প্রদান করা হয়েছে। ইষ্টভৃতি জমা করতে আপনার মোবাইল নং এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন সৎসঙ্গ বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েব সাইটে ( www.satsang.org.bd )। লগ ইন করতে সমস্যা হলে কিংবা পাসওয়ার্ড না পেলে এসএমএস/ হোয়াটস এপ ম্যাসেজ করুন Help Line: 01330303089 এই নম্বরে।

'সৎসঙ্গ বাংলাদেশ' এর অফিসিয়াল মাস্কিং 'SATSANG BD' সংক্রান্ত।

প্রকাশকাল: ১৯/০৯/২০২৪
এখন থেকে 'সৎসঙ্গ বাংলাদেশ' BTRC - Bangladesh Telecommunication Regulatory Commission (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) এ নিবন্ধনকৃত তার অফিসিয়াল মাস্কিং ব্যবহার করে সকল ধরনের এসএমএস প্রেরণ করবে। 'সৎসঙ্গ বাংলাদেশ' এর অফিসিয়াল মাস্কিং SATSANG BD। অর্থাৎ সকল এসএমএস মোবাইলে SATSANG BD নামে প্রদর্শিত হবে।

OTP/ PASSWORD পুনরায় প্রাপ্তি সংক্রান্ত।

প্রকাশকাল: ১৯/০৯/২০২৪
যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু OTP/ PASSWORD এর কোন এসএমএস পান নাই কিংবা OTP/ PASSWORD পেয়েছিলেন কিন্তু হারিয়ে ফেলেছে কিংবা পাসওয়ার্ড পরিবর্তন করেছেন কিন্তু ভুলে গিয়েছেন তারা Help Line: 01330303089 এই নম্বরে এসএমএস/ অথবা হোয়াটসএপ এ ম্যাসেজ করুন। অতি দ্রুত আপনার সমস্যার সমাধান করে পুনঃরায় ম্যাসেজ দেয়া হবে।

সৎসঙ্গ অফিসিয়াল হেল্প লাইন নম্বর সংক্রান্ত।

প্রকাশকাল: ১৯/০৯/২০২৪
এখন থেকে সৎসঙ্গ অফিসিয়াল হেল্প লাইন নম্বর হিসেবে Help Line: 01330303089 এই মোবাইল নম্বরটি ব্যবহৃত হবে। তাই প্রয়োজনে উক্ত নম্বরটিতে WhatsApp ম্যাসেজ/ SMS করুন যেকোন সময়ে, অথবা প্রয়োজনে কল করুন সকাল ৯টা থেকে রাত ৮টার মধ্যে।

সর্বশেষ হালনাগাদ: ১৯/০৯/২০২৪