Satsang Bangladesh

দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা, কভু কিরে চেতন রয়। ”

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

তোমার মন যত নির্মল হবে, তোমার চোখ ততই নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে।”

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
কিভাবে রেজিস্ট্রেশন/ পেমেন্ট করবেন?

নতুন রেজিস্ট্রেশন করার জন্য

১। ভিজিট করুন সৎসঙ্গ বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েব পেইজ www.satsang.org.bd এ।
২। Registration লিংকটিতে ক্লিক করুন। আপনি যদি মোবাইল থেকে ঢুকে থাকেন, তবে তিনটি সমান্তরাল দাগযুক্ত একটি আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে Registration লেখাটি দেখতে পাবেন।
৩। একটা নতুন Form ওপেন হবে। এখানে কিছু Field রয়েছে যা অবশ্যই পূরণ করতে হবে, অন্যগুলি পূরণ না করলেও চলবে। যেমন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, মোবাইল নং, ঠিকানা, জেলা, থানা, পোস্ট অফিস, পোস্ট কোড, ঋত্বিক নাম, পেশা, Captcha অবশ্যই পূরণ করতে হবে। অন্যান্য Field সমূহ অপশনাল, যা পূরণ না করেও আপনি আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
৪। আপনার তথ্য সমূহ পূরণ হয়ে গেলে, SUBMIT বাটনে ক্লিক করুন।
৫। সকল তথ্য সঠিক হলে, ‘নিবন্ধন সম্পন্ন! Registration Completed!’ এ সংক্রান্ত একটি নোটিস দেখতে পাবেন এবং আপনার মোবাইল নম্বরে একটা SMS প্রেরণ করা হবে যেখানে verification code ও password থাকবে।
৬। এখানে 'ভেরিফিকেশন পেইজ' অথবা 'Verification Page' অথবা www.satsang.org.bd এই ওয়েব সাইট থেকে Verification লেখাতে ক্লিক করলে একটা Form ওপেন হবে।
৭। Mobile No এ ঘরটিতে সঠিকভাবে ১১ ডিজিট মোবাইল নম্বর লিখুন যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, এবং Verification Code এ SMS এর মাধ্যমে যে ৬ ডিজিটের Verification Code পেয়েছেন তা লিখুন।
৮। Captcha সঠিকভাবে পূরণ করুন।
৯। পরিশেষে SUBMIT ক্লিক করুন।
১০। তথ্য সঠিক হলে 'নিবন্ধন যাচাই সম্পন্ন! Registration Verified!' এ সংক্রান্ত একটি নোটিস দেখতে পাবেন। সেই সাথে আপনার মোবাইলে একটি নিশ্চিতকরন SMS প্রেরিত হবে।

নুতন সদস্য যুক্ত করার জন্য

ধরে নিলাম আপনি সফলভাবে আপনার নুতন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। আমাদের দেয়া User Name এবং Password দিয়ে আপনি লগইন করতে প্রস্তুত রয়েছেন।
১। ভিজিট করুন সৎসঙ্গ বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েব পেইজ www.satsang.org.bd এ।
২। ওয়েব সাইটের সবার উপরে বাম দিকের Login এ ক্লিক করুন।
৩। এখানে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড লিখুন। LOGIN এ ক্লিক করুন।
৪। এখানে Personal থেকে Add Members এ ক্লিক করুন।
৫। একটি Form ওপেন হবে।
৬। ইতিপূর্বে প্রথম Registration এর সময় দেখেছেন বেশ কিছু অবশ্যপূরনীয় ঘর/ Mandatory Field ছিল। তবে এখানে আপনাদের সদস্য যুক্ত করার সুবিধার্থে নাম, জন্ম তারিখ/ Date of Birth, লিঙ্গ/ Gender, বৈবাহিক অবস্থা/ Marital Status, ঋত্বিকের নাম, দিক্ষা গ্রহণের তারিখ শুধুমাত্র এই ৬ (ছয়) টি Field (নীল কালার যুক্ত) পূরণ করেও আপনার সদস্যযুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। অন্যঘরগুলি পূরণ বাধ্যতামূলক নয়।
৭। আপনার তথ্য সমূহ পূরণ হয়ে গেলে, Add Member বাটনে ক্লিক করুন।
৮। আপনার সদস্য আপনার Family Code এর অধীনে যুক্ত হল।
৯। লগইন করার পর আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে ভুলবেন না।

কিভাবে সদস্য তালিকা দেখবেন?

আশা করছি আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করেছেন এবং আপনার পরিবারের আপনার ফ্যামিলি কোডের অধীনে যুক্ত করেছেন। তালিকা দেখার জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করুন।
১। লগইন করার পর Personal থেকে List Members এ ক্লিক করুন।
২। এখানে আপনি আপনার সদস্য তালিকা Personal Code সহ দেখতে পাবেন।

কিভাবে অর্ঘ্য জমা করবেন?

আশা করছি আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছেন, লগইন করতে পরেছেন, সেই সাথে আপনার ফ্যামিলি কোডে সদস্য যুক্ত করতে পেরেছেন।
১। লগইন করার পর Personal থেকে List Members এ অথবা Argho থেকে Deposit Argho এ ক্লিক করুন।
২। এখানে আপনার সদস্যদের ডান পাশে DEPOSIT লেখাটি দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
৩। ক্লিক করার পর একটি Form ওপেন হবে। এখানে আপনি যে সদস্যর পাশে DEPOSIT ক্লিক করেছেন তার Personal Code প্রদর্শিত হবে। এছাড়াও বর্তমান মাস, বছর এবং ১৯ টি ইষ্টভৃতি খাতের নাম দেখতে পাবেন।
৪। যে মাস, বছরের জন্য জমা করতে চান তা নির্বাচন করুন।
৫। আপনি যে যে খাতে অর্ঘ্য জমা করতে চান তার পরিমান উল্লেখ করুন। লক্ষ্য করবেন, সবার নিচে সর্ব মোট/ Total দেয়া আছে। আপনাদের জমার সুবিধার্থে এ Software আপনার পূর্বের সর্বশেষ জমা তথ্য Auto পূরণ করে দিবে।
৬। সব তথ্য দেয়া হয়ে গেলে Save ক্লিক করুন। আপনার এই সদস্যের জমা হয়ে গেল।
৭। অন্য সদস্যদের জমার করার জন্য Personal থেকে List Members এ অথবা Argho থেকে Deposit Argho এ ক্লিক করে উপরোক্ত ধাপসমূহ অনুসরণ করে জমা করতে পারবেন।

কিভাবে অর্ঘ্য এডিট করবেন?

১। Argho থেকে Pay Unpaid Argho এ ক্লিক করুন।
২। এখানে Unpaid/ অপরিশোধিত অর্ঘ্যর তালিকা রয়েছে। এর ডান পাশেই Edit এ ক্লিক করুন।
৩। নুতন যে Form টি আসবে এখানে আপনি আপনার পরিবর্তন সম্পাদন করুন।
৪। পরিশেষে Update ক্লিক করুন।

কিভাবে অর্ঘ্য পেমেন্ট করবেন?

মাসের জন্য অর্ঘ্য জমা শেষ হলে পেমেন্ট করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন।
১। Argho থেকে Pay Unpaid Argho এ ক্লিক করুন।
২। এখানে Total Amount Payable এ আপনি আপনার মোট অর্ঘ্য যোগফল দেখতে পাবেন।
৩। সঠিক থাকলে Proceed To Payment ক্লিক করুন।
৪। বিকাশের পেমেন্ট গেটওয়ে ওপেন হবে যেখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি অটোমেটিকভাবে পূরণ করা থাকবে। SATSANGA BANGLADESH-RM60127 এর পাশে আপনি টাকার অংক দেখা যাবে। যদি অন্য নম্বর দিয়ে পেমেন্ট করতে চান তবে তা bKash Account number এর ঘরে লিখুন। সকল তথ্য ভালভাবে যাচাই করে CONFIRM এ ক্লিক করুন।
৫। bKash Verification Code বক্স আসবে এবং আপনার মোবাইলে বিকাশ থেকে একটা verification code প্রেরণ করা হবে। সেটা সঠিকভাবে ৩০ সেকেন্ড সময়ের মধ্যে লিখুন এবং CONFIRM এ ক্লিক করুন।
৬। PIN দেয়ার জন্য একটা বক্স আসবে। আপনার বিকাশ PIN Code লিখুন এবং CONFIRM এ ক্লিক করুন।
৭। সফলভাবে পেমেন্ট হলে বিকাশ এবং সৎসঙ্গ বাংলাদেশ থেকে SMS প্রেরিত হবে।

কিভাবে অর্ঘ্য রিসিট গ্রহণ করবেন?

রিসিটের জন্য নিম্নোক্ত ধাপ অনুসরণ করুন।
১। Argho থেকে Argho Receipts এ ক্লিক করুন।
২। এখানে তালিকা থেকে ডান পাশে VIEW INVOICE এ ক্লিক করুন।
৩। আপনি রিসিপ্ট কপি PDF File এ পাবেন।

বি.দ্র.

১। আপনি কোন সদস্য Delete করতে পারবেন না। প্রয়োজনে আপনি সদস্য এডিট ( পরে যুক্ত হবে ) করতে পারবেন।
২। বিবিধ কারনে উপরোক্ত ধাপগুলো অনুসরণে আপনি সমস্যার সম্মুূখীন হতে পারেন। এ বিষয়ে আপনার সমস্যা লিখে WhatsApp এ Help Line: 01330303089 ম্যাসেজ দিন।

সংস্করন ১: প্রকাশকাল ১৭/০৭/২০২৪ সময়: ০১:০৮